ভারত

চীনের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে সমুদ্রে কি ধরনের ছক?

নিউজ ডেস্কঃ ২০২০ থেকে ২০৩০ এর মধ্যে ভারতবর্ষের নৌবাহিনীর ক্ষমতা বিরাটভাবে বৃদ্ধি পাবে তা এর আগেই একাধিক রিপোর্টে স্পষ্ট ছিল। আর সেই মত নৌবাহিনীর হাতে একাধিক অত্যাধুনিক টেকনোলোজি আসছে। পাশাপাশি চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে সর্বদা যাতে সজাগ থাকা যায় সেই দিকেও নজর দেওয়া উচিৎ। আর সেই কারনে ইতিমধ্যে বেশ কিছু টেকনোলোজি সামনে নিয়ে আসা হচ্ছে আর বেশ কিছু টেকনোলোজি ট্রায়ালে রয়েছে।

L&T এর তৈরী আনম্যান্ড আন্ডার-ওয়াটার ভেসেল আমোঘ এর ট্রায়াল চলছে সমুদ্রে। ২০২০ সালে ডিফেন্স এক্সপো তে L&T তাদের এই আন্ডার ওয়াটার ভেসেল জনসম্মুখে আনে। এটি মূলত সমুদ্রের নীচে গোয়েন্দাগীরির জন্য তৈরি করা। এটি তৈরি করা হয়েছে উচ্চ প্রযুক্তির বিভিন্ন সেন্সর,ক্যামেরা দিয়ে।

৭ নট গতিতে প্রায় বাইশ ঘন্টা অপারেশন এ থাকতে পারে। এর অপরাশনাল ডেপ্থ ১০০০ মিটার, ওজন ১০০০ কেজি। ৩০ বছর পুরনো এই কোম্পানি এই প্রযুক্তির ভেসেল টি ভারতীয় সেনাকে সুবিধা দেবে বলে আশা করা যায়।

Leave a Reply

Your email address will not be published.