আকাশ যুদ্ধে যুদ্ধবিমান কিভাবে পরিচালনা করা হয়? দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ ডগ ফাইট। অর্থাৎ আকাশ যুদ্ধে কে এগিয়ে? দুই যুদ্ধবিমান যখন একে অপরকে ধাওয়া করে বেরায় তখনি সেই যুদ্ধবিমান কতোটা শক্তিশালি তার প্রমান পাওয়া যায়।
ভারতবর্ষের হাতে তেমনই কিছু রাশিয়ান এবং ফ্রান্সের যুদ্ধবিমান রয়েছে যেমন মিগ ২৯ থেকে শুরু করে সুখই সু ৩০ বা মিরাজ ২০০০ এর মতো যুদ্ধবিমান যা আকাশ যুদ্ধে সেরা বলে মানা হয়ে থাকে। তবে এই আকাশ যুদ্ধে কেমন ফলাফল করে? অর্থাৎ আকাশ যুদ্ধে এই যুদ্ধবিমান গুলি কিভাবে আক্রমন করে? বা কতোটা শক্তিশালি বা কিভাবে প্রতিটা পদক্ষেপ নেয়? কোনোদিন ভেবে দেখেছেন?