আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কতোটা বিধ্বংসী? রইল ভিডিও
নিউজ ডেস্কঃ এফ ২২ র্যাপ্টর। সার্ভিসে থাকা একমাত্র পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। আমেরিকার হাতে থাকা এই যুদ্ধবিমানের ভয়ে ত্রস্ত গোটা পৃথিবী। র্যাডারকে ফাঁকি দেওয়ার পাশাপাশি একাধিক ক্ষমতা রয়েছে এই যুদ্ধবিমানের।
১৯৯৭ সালে প্রথমবার আকাশে দেখা যায় এই যুদ্ধবিমানকে। এরপর ২০০৫ সালে সার্ভিসে আসে। বর্তমানে ১৮৭ টি যুদ্ধবিমান হাতে রয়েছে আমেরিকার বায়ুসেনার। ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত এই যুদ্ধবিমান তৈরি হয়েছে। দেশের সিকিউরিটির কারনে এই যুদ্ধবিমানকে এখনও কোন দেশকে বিক্রি করেনি তারা। তবে কিছুদিনের মধ্যে ইসরায়েলের বায়ুসেনার হাতে দেখা যেতে চলেছে। আর সেই কারন বশত আবারও প্রডাকশান লাইন আপ খুলতে চলেছে লকহিড মার্টিন।