তাইওয়ানকে সহযোগিতা করলে জাপানে নন স্টপ পরমাণু আক্রমণ করবে চীন!
নিউজ ডেস্কঃ চীনের বিরুদ্ধে কোন কিছুতে কম রাখেনি জাপান। কারন চীন যেকোনো সময় যেকোনো অপ্রীতিকর সিদ্ধান্ত নিতে পারে। আসলে জাপানকে যথেষ্ট সমীহ করেই চলে চীন। কারন জাপান নিজে পরমাণু অস্ত্র তৈরি না করলেও আমেরিকা সবসময় পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে আত্মরক্ষার স্বার্থে, তবে সবচেয়ে বড় কথা জাপান পরমাণু অস্ত্র তৈরি না করলেও পরমাণু অস্ত্র নির্মাণের সমস্ত্র প্রযুক্তি তৈরি করে রেখেছে, যাতে অল্প সময়ের নোটিশে অর্থাৎ দুদিনের মধ্যেই পরমাণু অস্ত্র নির্মাণ করতে সক্ষম হবে।যদিও চীন এটা ভালো করেই জানে।
আসলে চীন মাঝে মধ্যেই ফাকা হুমকি দিয়ে থাকে। জাপানের এ্যন্টি ব্যলিস্টিক ডিফেন্স শিল্ড মার্কিন এইজিস সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। পৃথিবীর সেরা অ্যান্টি ব্যালেস্টিক মিসাইল। চীনের পরমাণু অস্ত্র শুধু নামেই রয়েছে। জাপানের গায়ে হাত দিতে গেলে চীনের অস্তিত্ব যে সংকটে পড়বে তা হয়ত সকলেরই জানা। তাইওয়ানের গায়ে হাত দেওয়া অত সহজ নয়। তাইওয়ানকে জাপান যুদ্ধে সহযোগিতা করতে গেলে জাপানে নন স্টপ পরমাণু আক্রমণ করবে চীন, এমনই হুমকি দিয়ে রেখেছে বেইজিং।