চীনের বিরুদ্ধে লাদাখে কোন কোন ক্লাসের যুদ্ধবিমান মোতায়েন করা আছে?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে রাফালে আসার পর যে বায়ুসেনার শক্তি বৃদ্ধি পেয়েছে তা বলাই বাহুল্য। বিশেষ করে চীন, পাকিস্তানের উপর দাদাগিরি করার নতুন এক পথ খুলে গেছে ভারতের কাছে। এরকম অত্যাধুনিক মানের বিমান এশিয়া মহাদেশে কোনও দেশের হাতে সেভাবে নেই। যদিও চীন তাদের পঞ্চম প্রজন্মের বিমান নিয়ে যথেষ্ট বরাই করে, তবে তাদের যুদ্ধাস্ত্র গুলি যে নিছক খেলনার মতো তা একাধিকবার প্রমান হয়েছে।
ইতিমধ্যে ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হয়েছে ২৬টি নতুন রাফালে। অতএব ভারতীয় বিমানবাহিনীতে একটি পূর্ন স্কোয়ার্ডনের বেশি রাফাল অপরেশেনাল বলে জানা গেছে।
রিপোর্ট অনুযায়ী ভারতীয় বিমানবাহিনীতে ইতিমধ্যে ২৩ টি রাফাল এ্যক্টিভ আছে। ২১-২২টা রাফাল ভারত চীনের বিরুদ্ধে লাদাখের মতো অঞ্চলে মোতায়েন করার মত যথেষ্ট সংখ্যক ওমনি রোল পরমাণু ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমান পেয়ে যাবে। যা চীনের এয়ার ডিফেন্সের জন্য বড় হুমকি।