শ্রীলংকার পতাকায় তরোয়াল চিহ্ন থাকার পেছনে কি কারন রয়েছে?
এক এক দেশের পতাকা এক এক রকম সংকেত বহন করে। কোন দেশে কতটা ঐতিহ্য রয়েছে সেটি এক কথায় বুঝিয়ে দেয় সেই দেশের পতাকা। কোন দেশের পতাকায় থাকে একাধিক রং তো কোন দেশের পতাকায় থাকে গোল বৃত্ত অথবা স্টার চিহ্ন। সেই রকমই শ্রীলংকার পতাকায় রয়েছে তরোয়াল হাতে এক সিংহের চিত্র। অনেকেই এই চিত্রকে নিতান্তই একটি চিত্র মনে করতে পারেন, কিন্তু এর পেছনে রয়েছে কিছু সংজ্ঞা মূলক কাহিনী। এই পতাকার একেকটা অংশ এক একটা সংজ্ঞা বহন করে চলেছে।
খোলসা করে বলতে গেলে দেখা যাবে যে, ১৯৫১ খ্রিস্টাব্দের ২রা মার্চ এই পতাকার চিত্র অঙ্কন করে প্রথমে শ্রীলংকার পার্লামেন্টে পাঠানো হয়েছিল। সেখানে মিস্টার ডিসি সেনানায়কের দাড়াও সহমতি পাওয়ার পরেই এই পতাকা দেশের পতাকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আসা যাক এই পতাকার সংকেতে। সবুজ ,মেরুন ,কমলা ও হলুদের সংমিশ্রণে তৈরি পতাকার মাঝখানে তরোয়াল হাতে দাঁড়িয়ে রয়েছে একটি সিংহ। যার অর্থ গুলি হলো
(১)পত্রগূলি : বৌদ্ধদের স্নেহভরা কৃপার প্রতীক।
(2) সিংহ : সাহসিকতা ও সিংহলী জনগণের প্রতীক।
(৩) তরবারি : সাহসিকতার প্রতীক।
(৪) কুঞ্চিত কেশ : প্রজ্ঞা ও জ্ঞানের প্রতীক।
(৫) লেজ : বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের প্রতীক।
(৬) সিংহের দাঁড়ি : বাক্যের বিশুদ্ধতার চিহ্ন।
(৭) সিংহের হাতে তরবারি : সিংহলীদের সার্বভৌমত্বের সংকেত।
(৮) সবুজ ও কমলা স্ট্রাইপ : সিংহলী বাসিন্দা মুসলিমদের জন্য সবুজ স্ট্রাইপ এবং তামিলদের জন্য কমলা স্ট্রাইপের সংকেত।