পৃথিবী

শনির উপগ্রহে জলের অস্তিত্ত্ব

নিউজ ডেস্কঃ পৃথিবীর বাইরে যে প্রানের অস্তিত্ত্ব থাকতে পারে তা ইতিমধ্যে প্রচুর বিজ্ঞানিরা জানিয়েছেন। কিন্তু এই সৌরজগতের মধ্যে কোথায় কোথায় আছে তা নিয়ে একাধিক সংশয় রয়েছে। বিভিন্ন গ্রহ থেকে শুরু করে কোন উপগ্রহে থাকতে পারে।

শনির একটি উপগ্রহ হল এনসেলাডাস! আসলে এটি বিরাট আকারের অর্থাৎ দ্বৈতের ন্যায় বরফ যার মধ্যে বিশাল আকার এক তরল সমুদ্র রয়েছে। জলের সমুদ্রটি ৩০ কিমি পর্যন্ত গভীর। শনির এই গ্রহ এনসেলাডাসের বরফে চাদর ভেদ করে অনেক সময় এই জল ভেপর বা বাষ্প আকারে বেড়িয়ে আসে।

উপগ্রহটির রেডিয়াস বা ব্যস হল ৫০০ কিমি। যার ভেতর ভীষণ পরিমাণে গরম আর বাইরের দিকটা বেশ ঠাণ্ডা। তবে অনেক সময় জল ঠাণ্ডা চাদর ভেদ করে বেরিয়ে আসে জলিয়গীরি রুপে। এর মধ্যেই প্রানের অস্তিত্ব থাকতে পারে এককোষী বা ব্যাকটেরিয়ার মতো জীব থাকার সম্ভনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.