ভারতবর্ষের সুখইতে কোন গোত্রের ভয়ঙ্কর মিসাইল একটিভ রয়েছে?
নিউজ ডেস্কঃ লাদাখ পরিস্থিতির পর ভারতবর্ষের জলসীমা থেকে শুরু করে আকাশসীমার উপর নজর দিচ্ছে ভারতবর্ষ। আর সেই কারনে একাধিক ক্ষেত্রে যুদ্ধাস্ত্র ক্রয় করার পাশাপাশি তা অত্যাধুনিক করার দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। আর সেই কারনে ভারতের হাতে থাকা যুদ্ধবিমান গুলিকে অত্যাধুনিক এবং ভয়ঙ্কর করে তোলা হচ্ছে।
ভারতের বিমানবাহিনীর জন্য যে অতিরিক্ত ১২ টি সুখই সার্ভিসে আসতে চলেছে তার মধ্যে যুদ্ধাস্ত্র হিসাবে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রাখা হয়েছে। এর মধ্যে 40 km রেঞ্জ RVV MD শর্ট রেঞ্জ মিসাইল,, 110 KM রেঞ্জ RVV SD মিডিয়াম রেঞ্জ মিসাইল, আর 400 KM রেঞ্জ RVV BD লঙ রেঞ্জ মিসাইল ( ম্যাক 6 হাইপারসোনিক ) মিসাইল । পাশাপাশি নতুন KSU 35 ডিজিটাল কন্ট্রোল সিস্টেম ( সুখোই 35 )।