ভারত

আমেরিকার যুদ্ধাস্ত্র ক্রয় করলে বিপদে পড়তে পারে ভারতবর্ষ

নিউজ ডেস্কঃ একটা সময় ছিল যখন সারা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে ভারতের জন্য যুদ্ধ করতে রাজি ছিল রাশিয়া। অর্থাৎ বুঝতেই পারছেন যে ভারতের সাথে রাশিয়ার সখ্যতা কতোটা। ভারতের সেনাবাহিনীর যা ব্যবহার করে তার ৭০ শতাংশের বেশি রাশিয়ার থেকে ক্রয় করা। যুদ্ধবিমান থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম। তবে সেনাবাহিনী আসতে আসতে রাশিয়ার শত্রু আমেরিকার থেকে যুদ্ধাস্ত্র ক্রয় করা শুরু করেছে। তার প্রধান একটি কারন রাশিয়ার যুদ্ধাস্ত্র অর্থের বিনিময়ে ভারতের শত্রু দেশকেও বিক্রি করে। তবে আমেরিকার থেকে যুদ্ধাস্ত্র এখনই ক্রয় করলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে সেনাবাহিনী।

সুপার হর্নেট ব্লক-৩ ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান টেন্ডারে জেতার ক্ষেত্রে সব থেকে বড় সুবিধা হল এর ফোল্ডেড উইং যা ক্যরিয়ারের Elevator ফিট হতে প্রয়োজন। কিন্তু সবথেকে বড় অসুবিধা হল যে আমেরিকা কি ভারতীয় যুদ্ধাস্ত্র এই যুদ্ধবিমানে মোতায়েন করার অনুমতি দেবে? যদি না হয় তাহলে সুপার হর্নেটের প্রশ্নই নেই ভারতের নৌবহরে আসার। কারন অস্ত্র বিভিআর থাকতে ভারত আমেরিকার থেকে অস্ত্র নেবে না। ব্রাহ্মোস রাশিয়ার বলে যদি আমেরিকা মোতায়েন করার অনুমতি না দিলে অসুবিধার সম্মুখীন তো সেনাবাহিনী হবেই পাশাপাশি কিন্তু বিভিআর এর ক্ষেত্রে ভারত অস্ত্রকেই সর্বাধিক প্রাধান্য দেবে। ভবিষ্যতে ভারত দেশীয় প্রযুক্তির রেমজেট বেসড ক্রুজ মিসাইল আনবে। সেক্ষেত্রে তাকেও সুপারহর্নেটে রাখা আবশ্যিক হবে বলে মনে করছে সামরিক বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published.