ভারত

রাফালেকে শক্তিশালী করতে কি ধরনের টেকনোলোজি মোতায়েন?

নিউজ ডেস্কঃ ফ্রান্সের সাথে যে ভারতের বন্ধুত্ব বাড়ছে তা আর নতুন করে কিছু বলার নেই। শুধু রাফালে নয় ফ্রান্সের থেকে বহু বছর ধরেই ভালো সম্পর্ক ভারতের। কারন ফ্রান্সের দাসল্ট এর থেকে বহু যুদ্ধবিমান ক্রয় করেছে ভারত। আর সেই কারনে আসতে আসতে ফ্রান্সের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছে ভারতের। যদিও বর্তমানে রাফালে এবং মিরাজের মতো যুদ্ধবিমান এখন ভারত ব্যবহার করছে। তবে সম্প্রতি রাফালেকে আরও শক্তিশালী করতে আরও প্রস্তুতি নিল দাসল্ট এবং স্যাফরন।

ফ্রান্সের স্যফরন ও ডেসল্ট এর কাছে ভালো খবর। পাশাপাশি ভারতের জন্যেও এক বড় সুখবর। রাফাল থেকে ২০০০পাউন্ডের (১০০০কেজি) হ্যমার এয়ার টু গ্রাউন্ড মিউনিশানের সেপারেশানের পরীক্ষা সম্পন্ন করেছে কিছুদিন আগে।

এই ভার্সানটি হ্যমার ফ্যমেলির সবচেয়ে আধুনিক ভার্সান যা ভারত নিজের রাফালের জন্য পেতে চলেছে। এর ফলে রাফালের ক্ষমতা যে আরও বৃদ্ধি পাবে তা আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখেনা।

Leave a Reply

Your email address will not be published.