রাশিয়া

সুখই সূ ২৭ এর আপগ্রেডেড ভার্সন সু ৩৫ কতোটা ভয়ঙ্কর? দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ রাশিয়ার কাছে একের পর এক যুদ্ধবিমান রয়েছে। তাদের হাতে যে প্রচুর পরিমানে যুদ্ধবিমান আছে তা আর নতুন করে কিছু বলার নেই, তবে রাশিয়া এমন কিছু যুদ্ধবিমান রয়েছে যা তারা একের পর এক যুদ্ধবিমানের আপগ্রেডেড ভার্শন।

সুখই সূ ২৭। বর্তমানে যুদ্ধবিমানটি রাশিয়া ব্যবহার করলেও এর আপগ্রেডেড ভার্শন তারা তৈরি করে। সুখই সূ ৩৫।বর্তমানে যুদ্ধবিমানটি রাশিয়া ব্যবহার করলেও এর একটা বিরাট অংশ ব্যবহার করে চীন এবং ইন্দোনেশিয়া।

যুদ্ধবিমানটি সুপারম্যানুভার করার পাশাপাশি আরও বেশ কিছু অত্যাধুনিক ক্ষমতা রয়েছে। ২০০৮ সালে প্রথমবার আকাশে দেখা গেলেও ২০১৪ সালে প্রথম সার্ভিসে আসে এই যুদ্ধবিমানটি। রেডার ফাঁকি দিতে সক্ষম যুদ্ধবিমানটি।

একজন ক্রু নিয়ে ২৪০০কিমি/ঘণ্টার গতিবেগে যুদ্ধবিমানটি সর্বচ্চ ৩৬০০ কিমি পর্যন্ত উড্ডয়ন করতে সক্ষম। প্রায় ১৫০০০ কেজি যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। শুধু তাই নয় ৫৯০০০ ফুট উচ্চতা থেকে আক্রমণ শানাতে পারে।

Leave a Reply

Your email address will not be published.