ভারত

আমেরিকার ভয়ে কোন দেশ মাটির নীচে যুদ্ধবিমান রেখে দিত জানেন?

নিউজ ডেস্কঃ মিগ ২৯। বর্তমানে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধবিমান গুলির মধ্যে একটি। প্রথমাবস্থায় এই যুদ্ধবিমান বিরাট ক্ষমতা না থাকলেও বর্তমানে এর আপগ্রেডেশানের ফলে এটির ক্ষমতা ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে।

Mig 29 upg

বিশেষ করে মিগের ইউ পি জি ভার্সন(ভারতের হাতে আসা)। তবে প্রথমের দিকে অর্থাৎ মিগ ২৯ তৈরি করাটা সারা পৃথিবীর থেকে লুকিয়ে রাখা হয়েছিল। ঠাণ্ডা যুদ্ধের সময় মিগ ২৯ এর প্রোডাকশানের যাবতীয় তথ্য সোভিয়েত কঠোরভাবে গোপন রাখত। এমনকি মিগের কোম্পানীর দেওয়ালে সময়সূচি লেখা থাকত কখন সোভিয়েতের উপর দিয়ে বিদেশী(বেশিরভাগ সময় অ্যামেরিকার স্যাটেলাইট যেত বলে মত একাধিক আন্তর্জাতিক মহলের) স্যাটেলাইট যাবে। সেই সময় কোন বিমান উড্ডয়ন করানো তো দূরের কথা আলাদাভাবে সাজিয়ে রাখা হত।

কারখানা থেকে বের করার সময় এর ডানায় এবং মুখের দিকে কৃত্রিমভাবে বেশ কিছু পরিবর্তন করানো হত,  যাতে দেখলে মনে হয় এটা মিগ ২৯ নয় মিগ ২৫!!

Leave a Reply

Your email address will not be published.