তাইওয়ানকে কেন ভয় পায় চীন?
নিউজ ডেস্কঃ ১৯৬২ সালের জ্বালা ১৯৬৭ সালে পূরণ করে ভারত। তারপর থেকে যতবার চীনের মুখোমুখি হয়েছে ততবারই চীনা সেনা খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। গায়ের জোরে চীনা সেনা যতবার ভারতের দিকে ঢুকে এসেছে ততবারই তাদের পিছিয়ে যেতে হয়েছে। ডকলাম থেকে শুরু করে লাদাখ পরিস্থিতিতে।
কিছুমাস আগে চীনের একটি শুখোই সু ৩০ বিমানকে তাইওয়ানের একটি এফ ১৬ তারা করে নিজেদের এলাকা থেকে সরিয়ে দেয়। এতবড় দেশ হওয়া সত্ত্বেও তাইওয়ানের মতো দেশের ভয়ে গুটিসুটি দিয়ে বসে থাকে চীন। ভারতের মুখোমুখি হলে তাদের কি অবস্থা হয় একবার ভেবেই দেখুন।