ভারত

তেজাস উড্ডয়নে রেকর্ড রয়েছে ভারতবর্ষের

নিউজ ডেস্কঃ দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান তেজাস। ইতিমধ্যে একাধিক রেকর্ড তৈরি করেছে। বিশেষ করে ভারতের সেনাবাহিনী এই যুদ্ধবিমান নিয়ে সেভাবে অসুবিধায় পরতে হয়নি। এবং দেশীয় প্রযুক্তির উন্নতি যে আসতে আসতে বিরাট পর্যায়ে হচ্ছে তা একপ্রকার প্রমান পাওয়া যাচ্ছে। কারন দেশীয় প্রযুক্তির যুদ্ধজাহাজ থেকে শুরু করে যুদ্ধবিমানে অত্যাধুনিক টেকনোলোজি ব্যবহার করা হচ্ছে।

একটাও এয়ারফ্রেম ক্রাশ না করে ইতিমধ্যে ৫৬০০ ঘন্টার বেশি টেস্ট ফ্লাইটের মাইলস্টোন পার করল দেশীয় বার্ড তেজাস।  আর ইতিমধ্যে এটি একটি রেকর্ড ও বটে। সুইডেন বহু দশক ধরে যুদ্ধবিমান তৈরি করছে, অর্থাৎ এই ইন্ডাস্ট্রিতে বেশ অভিজ্ঞতা রয়েছে, তবে তাদের ও বিখ্যাত যুদ্ধবিমান Jas-39A/B ও ধ্বংস হয়েছে বা ক্রাশ করেছে।

তেজসে রয়েছে বিশেষ ধরনের HUMS সিস্টেম। এই HUMS বা ইন্ট্রিগেটেড হেলথ এন্ড ইউসেজ ম্যানেজমেন্ট সিস্টেম যা বিভিন্ন সেন্সর থেকে তথ্য সংগ্রহ করে। এয়ারফ্রেমের লাইফটাইম হিসাব করে। তার ফলে তেজস এর রক্ষণাবেক্ষণ সহজ এবং লজিস্টিক খরচ কম পরে। সাধারনতভাবে একটি তেজসের এয়ারফ্রমের লাইফটাইম ৩০০০ ঘন্টা।

Leave a Reply

Your email address will not be published.