পৃথিবীর কোন দেশ গুলিতে আমেরিকার নিজের বায়ুসেনা ঘাটি রয়েছে জানেন?
নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই কাতারের মতো দেশ আমেরিকার থেকে অত্যাধুনিক এফ ৩৫ এর মতো যুদ্ধবিমান ক্রয় করেছে। শুধু কাতার নয় পাশাপাশি জাপান এবং অস্ট্রেলিয়ার কাছেও রয়েছে এই বিধ্বংসী যুদ্ধবিমান। প্রথমাবস্থায় এই ধরনের বিধ্বংসী যুদ্ধবিমান বাইরের দেশে বিক্রয় করতে না চাইলেও আসতে আসতে আমেরিকা নিজেদের কিছু কিছু নিয়মে পরিবর্তন আনছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়ত ভারতের আমেরিকার থেকে প্রচুর বিধ্বংসী বিমান পেতে পারে।
রয়েল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স এর F-35A ভার্সন রয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়ার কাছে ৩৩ টি F-35A আছে। এই মহূর্তে বিশ্বের ৯ টি দেশের ২৬ টি বেসে ৬০০ এর বেশি F-35 অ্যাক্টিভ আছে।