পৃথিবীর কোন দেশ গুলি ভারতবর্ষের থেকে অস্ত্র ক্রয় করছে?
নিউজ ডেস্কঃ সামরিক ক্ষেত্রে সারা পৃথিবী জুড়ে ভারতের গুরুত্ব বাড়ছে। বিশেষ করে ডি আর ডি ও এর কাজ যে দ্রুততার সাথে বাড়ছে তা চোখে পরার মতো, আর সেই কারনে ইতিমধ্যে ভারতের কাছ থেকে অস্ত্র ক্রয় করতে চাইছে পৃথিবীর বহু দেশ। বিশেষ করে ভারতের হাতে থাকা একাধিক মিসাইল। শুধু এশিয়া নয় পাশাপাশি আফ্রিকা থেকেও প্রচুর দেশও ভারতীয় অস্ত্রের প্রাধান্য দিচ্ছে।
দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকার নয়টি বন্ধুত্বপূর্ণ বিদেশী দেশ ডিআরডিও এর তৈরি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে বলে জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছাড়পত্র পাওয়ার পরে, প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন একটি সরকারী সেক্টর ইউনিট এই দেশগুলিতে অস্ত্র ব্যবস্থা রফতানির সম্ভাবনা গুলি কাজে লাগাবে।