ভারত

বিমানবাহিনীর কোন গোত্রের যুদ্ধবিমান ১ টন ওজনের বোমা বহন করতে পারে?

নিউজ ডেস্কঃ ভারতের যুদ্ধবিমান গুলিকে যে আপগ্রেড করা হবে তা আগেরবছর একাধিক সুত্র মারফৎ জানা গিয়েছিল। এবং যুদ্ধবিমান গুলিতে অত্যাধুনিক টেকনোলোজির পাশাপাশি বিশেষ ধরনের বম্ব থাকবে তা একাধিক রিপোর্টে এসেছিল।

কিছু মাস আগে হ্যল জানিয়েছে সুখোই-৩০এমকেআই তে ১টন ওজনের ডিআরডিও গারুথ্মা গ্লাইডেডে বোম্ব সফল ভাবে ইন্টিগ্রেট করা হয়েছে। এগুলির রেঞ্জ ১০০কিমি। যা চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে হামলা করতে সক্ষম। অর্থাৎ এই বোমা গুলি চীন বা পাকিস্তানের কাছে যে সাক্ষাৎ দুঃস্বপ্নের মতো তা আর নতুন করে কিছু বলার নেই।

Leave a Reply

Your email address will not be published.