ভারত

চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে নাকানিচোবানি খাওয়াতে কোন ক্লাসের যুদ্ধবিমান আছে? দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ ভারতীয় সেনার কিছু যুদ্ধবিমান রয়েছে যা যেকোনো মুহূর্তে শত্রুপক্ষের ঘুম কেড়ে নিতে পারে। এবং ভারতের বেশিরভাগ যুদ্ধবিমান গুলি রাশিয়ার থেকে ক্রয় করা।তবে এখনও এমন কিছু যুদ্ধবিমান রয়েছে যা সোভিয়েত ইউনিয়নের সময় তৈরি করা।

সুখই সু ৩০। ১৯৮৯ সালে প্রথমবার আকাশে উড়তে দেখা যায় এই যুদ্ধবিমানকে, এবং সার্ভিসে আসে ১৯৯৬ সালে।রাশিয়ার এই যুদ্ধবিমান গুলি রাশিয়া ছাড়াও আলজেরিয়া, আর্মেনিয়া,ভিয়েতনাম এবং ভারতের বায়ুসেনাতে দেখা যায়। তবে এখনও পর্যন্ত সুখই এর তৈরি এই ভার্সনটি সবথেকে ভয়ংকর ভার্শন বলা হয়ে থাকে। এরমধ্যে ভারতের হাতে থাকা সুখই সু ৩০ বেস্ট অফ দি বেস্ট।

যুদ্ধবিমানটি ২১২০ কিমি/ঘণ্টা গতিবেগে ৫৬০০০ ফুট থেকে হামলা চালাতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published.