ভারত

রাশিয়ার টেকনোলোজিকে বাদ দিয়ে কেন ইসরায়েলের টেকনোলোজি মোতায়েন?

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে যে প্রচুর পরিমানে রাশিয়া এবং ইসরায়েলের টেকনোলজি আসতে চলেছে তা ইতিমধ্যে পরিস্কার হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের কথায়। তবে ইসরায়েলের টেকনোলোজি দিয়ে রাশিয়ার নাকি রাশিয়ার টেকনোলোজি দিয়ে ইসরায়েলের টেকনোলোজি গুলিকে রিপ্লেস করা হবে? সেই নিয়েই রয়েছে একাধিক প্রশ্ন। কারন ইতিমধ্যে রাশিয়ার কিছু টেকনোলজি এমন কিছু জায়গায় ইন্সটল করা আছে সেখানে ইসরায়েলের টেকনোলোজি ইন্সটল করলে আরও বিধ্বংসী হবে যুদ্ধাস্ত্র গুলি। ঠিক উল্টোটাও হতে পারে আবার কিছু জায়গায়। 

তবে আন এন এস বিক্রমাদিত্যে বারাক-১ ভিএলএস!

এই বারাক-১ গুলো অবসর হওয়া ফ্রিগেট আইএনএস গোদভরির থেকে নেওয়া। ভবিষ্যতে বারাক-৮ এগুলোকে রিপ্লেস করতে চলেছে। ২৪টা বারাক-১ এর বদলে ৪৮টা বারাক-৮ থাকবে। তবে প্রশ্ন হল বর্তমান রাশিয়ান রেডারের পাশাপাশি কি ইসরায়েলের রেডার আসবে? কারন বর্তমান রুশ রেডার খুব শক্তিশালি। তবে তা বারাক-৮ কে গাইড করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published.