গোটা পৃথিবীর সব দেশের থেকে দিগুন যুদ্ধজাহাজ মার্কিন যুক্তরাষ্ট্রের সার্ভিসে
নিউজ ডেস্কঃ বর্তমানে ভারতের হাতে কটি যুদ্ধজাহাজ আছে বলুন তো? বা ভারত এখনও পর্যন্ত কটি যুদ্ধজাহাজ ব্যবহার করেছে? ঠিক তেমনই ভাবে চীনের হাতে কটি যুদ্ধজাহাজ আছে? এই প্রশ্নের উত্তর অনেকের কাছেই নেই। বর্তমানে ভারতের কাছে একটি যুদ্ধজাহাজ আছে এর আগে একটি যুদ্ধজাহাজ ছিল এবং ভবিষ্যতে আরও একটি যুদ্ধজাহাজ যুক্ত হবে। সব ঠিক থাকলে ২০২৩ এ ই ভারতের সেনাবাহিনীতে এই যুদ্ধজাহাজ যুক্ত হতে চলেছে।
পৃথিবীর শক্তিধর দেশ গুলির হাতে কটি যুদ্ধজাহাজ আছে কটি ছিল এই নিয়েই বিস্তারিত নীচে দেওয়া হল।
দেশ সার্ভিসে আছে অবসর করেছে তৈরি চলছে অসামাপ্ত মোট
আর্জেন্টিনা নেই ২ ০ ০ ২
অস্ট্রেলিয়া নেই ৩ ০ ০ ৩
ব্রাজিল নেই ২ ০ ০ ২
কানাডা নেই ৩ ০ ০ ৩
চীন ২ ০ ১ ০ ৩
ফ্রান্স ১ ৭ ০ ৭ ১৫
জার্মানি ০ ০ ০ ৭ ৭
ভারতবর্ষ ২ ২ ০ ০ ৪
ইটালি ২ ০ ১ ২ ৫
জাপান ০ ২০ ২ ৪ ২৬
নেদারল্যান্ড ০ ৪ ০ ০ ৪
রাশিয়া ১ ৪ ০ ২ ৭
স্পেন ১ ২ ০ ১ ৪
তুরস্ক ০ ০ ১ ০ ১
থাইল্যান্ড ১ ০ ০ ১ ১
ইংল্যান্ড ২ ৪১ ০ ১৩ ৫৬
আমেরিকা ১১ ৫৫ ২ ১২ ৮০
অর্থাৎ বুঝতেই পারছেন একটা সময় প্রচুর দেশ এই যুদ্ধজাহাজ ব্যবহার করত, তবে সময়ের সাথে সাথে সেইগুলি অবসর করানো হয়। তারপর আর তারা যুদ্ধজাহাজ তাদের নৌসেনাতে যুক্ত করেনি। বিশেষত প্রচুর খরচ একটা বিরাট বড় কারন।