ভারত

দেশীয় টেকনোলোজিকে পাত্তা নয়। একাধিক সমস্যায় পরবে ভারতবর্ষ

নিউজ ডেস্কঃ সেনাবাহিনীর প্লানিং এবং ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তরের অবহেলার কারনে মাঝে মধ্যেই বিপদের মুখে পরতে হয় দেশকে। তবে বড়সড় বিপদের সম্মুখীন না হলে শিক্ষা হয়না। ইতিমধ্যে একাধিকবার বিরাট বিপদের সম্মুখীন হয়েছে ভারতের সেনাবাহিনী। 

ভারতবর্ষ ইসরায়েল থেকে জরুরী ভিত্তিতে অ্যান্টি ড্রোন সিস্টেম ক্রয় করছে। কিন্তু কখনও ভেবে দেখেছেন যে ভারতের হাতে এই সিস্টেম থাকা সত্ত্বেও কেন বিদেশ থেকে বেশি খরচ করে ক্রয় করা হবে? আসলে পুরোটাই অবজ্ঞা করার ফলাফল। ডি আর ডি ও চীফ জী সতিশ রেড্ডি জানিয়েছেন যে ভারতের কাছে যে অ্যান্টি ড্রোন সিস্টেম রয়েছে তা ভারতবর্ষকে সুরক্ষা দিতে সক্ষম। ছোট খাটো যেকোনো এয়ার এক্টিভিটি ও শনাক্ত করতে পারে এই সিস্টেম। অন্তত ৪ কিমি দূর থেকে ৩৬০ ডিগ্রি কভারেজ দিতে সক্ষম। পাশাপাশি এই সিস্টেমের লেসার বেসড হার্ড কিলিং সিস্টেম ১ কিমি দূর থেকেই ড্রোনকে ধংস করে দিতে পারে। 

২০২০ সালেই ভারতবর্ষের হাতে এই বিশেষ সিস্টেম ছিল। কারন সেই সময় তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্র্যাম্প ভারতে আসার পর তাঁর নিরাপত্তার জন্য এই সিস্টেম ব্যবহার করা হয়েছিল। এবং এই সিস্টেমকে প্রডাকশানের জন্য ভারত ইলেকট্রিক লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়েছিল। পাশাপাশি ডি আর ডি ও বায়ুসেনা থেকে শুরু করে নৌসেনাকে চিঠি দিয়ে এই সিস্টেম ক্রয় করার কথা বলেছে, তবুও এখনও পর্যন্ত এর অর্ডার পাওয়া যায়নি। 

অর্থাৎ ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তরের অবহেলা কতোটা বুঝতে পারছেন? ২০২০ সালে তৈরি হওয়া একটি সিস্টেম সার্ভিসে আসা থাক দূরে থাক অর্ডার পর্যন্ত দেওয়া হলনা। বদলে বিদেশ থেকে ক্রয় করা হচ্ছে। এরকম চলতে থাকলে দেশের সুরক্ষা ব্যবস্থার কি হবে? দেশীয় সামরিক অস্ত্র তৈরি করা কোম্পানির গুলি কি হবে? আর কেনই বা বিদেশ থেকে বেশি টাকা দিয়ে অস্ত্র ক্রয় করা হবে? ভেবে দেখেছেন কখনও?

Leave a Reply

Your email address will not be published.