প্রথম বিমান আবিস্কারের পর কিভাবে স্টান্ট দেখানো হত। রইল ভিডিও
নিউজ ডেস্কঃ বর্তমান দিনে যুদ্ধবিমান থেকে যুদ্ধবিমানকে সাহায্য করা বা যুদ্ধবিমানে জ্বালানি ভরা খুব সহজ ব্যাপার বে যেকোনো ধরনের এরিয়াল সাপোর্ট দেওয়া যথেষ্ট সহজ ব্যাপার হয়েগেছে। কিন্তু বিমান আবিস্কারের পর যা যুদ্ধবিমান বাজারে আসার পর এগুলি এতোটা সহজ ছিলনা। বিশেষ করে ১৯০০ শতকের আশেপাশে। তখন এই ধরনের টেকনোলোজি সামনেই আসেনি।
সেইসময় বিমানগুলি থেকে স্টান্ট করা এতোটা সহজ ব্যাপার ছিলনা। আসলে তখন প্রচুর মানুষ ছিল যাদেরকে ব্যবহার করা হত এই ধরনের স্টান্টের কাজে তারা যথেষ্ট আগ্রহী ছিল। যেমন ধরুন আজকাল যুদ্ধবিমান থেকে প্যারা জাম্পিং এর মতো বিষয় রয়েছে। তবে সেইসময় কিভাএ এই কাজ গুলি করা হত অর্থাৎ ১৯২০ এর আশেপাশে?