অ্যান্টি ড্রোন টেকনোলোজি সম্পর্কে জানেন?
নিউজ ডেস্কঃ চীন, পাকিস্তানের মতো দেশ গুলি ভারতের বিরুদ্ধে ড্রোন ব্যবহার করছে তা একাধিকবার প্রমান পাওয়া গেছে। তবে পাকিস্তানের মদতপুস্ট জঙ্গি সংগঠন গুলি ভারতের বিরুদ্ধে ড্রোন ব্যবহার করার পর বেশ নড়েচড়ে বসেছে সেনাবাহিনী। কারন এই ড্রোন হামলা ঠেকাতে না পারলে বিরাট অসুবিধার সম্মুখীন হতে হবে ভারতবর্ষকে। আর সেই কারনে একাধিক প্রোজেক্টে বিরাটভাবে পদক্ষেপ গ্রহন করেছে কেন্দ্রিয় সরকার। বিশেষ করে অ্যান্টি ড্রোন টেকনোলোজির উপর বিশেষভাবে গুরুত্ত্ব দেওয়া হয়েছে।
ইতিমধ্যে একটি অ্যান্টি ড্রোন সিস্টেম সামনে নিয়ে এসেছে ভারতের এক নতুন সংস্থা। ভারতীয় স্টার্টআপ সংস্থা জটায়ু গ্রুপের তৈরি এক সিস্টেম দেখাগেছে। যা ৩৬০ ডিগ্রি কভারেজ দেওয়ার পাশাপাশি দিনে এবং রাতে ও সবরকম আবওহাওয়াতে পারফরম্যান্স যুক্ত এই সিস্টেমটির রেঞ্জ ৫-১০ কিমি। ভারতের সেনাবাহিনী চাইলে জটায়ু গ্রুপ এই সিস্টেম দিতে তৈরি।