ভারতবর্ষে কত বিলিয়ন ডলারের বিনিয়োগ করছে মার্কিন যুক্তরাষ্ট্র?
নিউজ ডেস্কঃ শত্রুর শ্ত্রু আমার বন্ধু। অর্থাৎ বুঝতেই পারছেন। চীনের শত্রু মানেই বর্তমানে ভারতের বন্ধু বর্তমানে। আর সেই কারনেই বর্তমানে অস্ট্রেলিয়ার মতো দেশ ভারতের পাশে দাঁড়াতে শুরু করেছে। তবে শুধু অস্ট্রেলিয়া নয়, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনামের মতো দেশের সাথে আরও সম্পর্ক ভালো করার জন্য চিন্তা করেছে কেন্দ্রীয় সরকার। তবে বর্তমানে আমেরিকা যে ভারতের সবথেকে বড় বন্ধু তা একাধিকবার পরিচয় দিয়েছে। আর সেই কারনে তারা ভারতে বিরাট পরিমাণ বিনিয়োগ করবে বলে জানিয়েছে।
আমেরিকার ফেসবুক, গুগল র মতো কোম্পানি ইতিমধ্যেই বিরাট পরিমাণে বিনিয়োগ করেছে। তবে এটা কিছুই না একাধিক সমীক্ষায় উঠে এসেছে যে ভারতে আমেরিকার একাধিক কোম্পানি মোট ৪০ বিলিয়ন ডলারের মতো বিনিয়োগ করছে।
আমেরিকান ভিত্তি একাধিক বিসনেজ অ্যডভাইসারি গ্রুপের বক্তব্য ফেসবুক, গুগল সহ আমেরিকার টেক জায়েন্ট কোম্পানি গুলো ভারতে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে। হোয়াইট হাউসের এক অধিকর্তার দাবি যে এই মুহূর্তে চীনের যোগ্য প্রতিদ্বন্দ্বী ভারত। সিলিকন ভ্যলি এবং মধ্য প্রাচ্যের আমেরিকান ইনভেস্টররা ২০ বিলিয়ন ডলার এর ফান্ড তৈরি করেছে, যা ভারতে বিনিয়োগ হচ্ছে।
আমেরিকা-ইন্ডিয়া বিসনেজ অ্যডভাইসরি গ্রুপের প্রধান জয় গুলিশ এর দাবি ভারত এই মুহূর্তে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সবচেয়ে সুরক্ষিত এবং ভাল জায়গা। তবে শুধু আমেরিকা নয় মধ্য প্রাচ্য, ইউরোপ থেকে আরো বড় বিনিয়োগ আসবে বলে আসা করছেন বিশেষজ্ঞেরা।