ভারত

১৭০ টি তেজস মার্ক ২ ক্রয় করবে ভারতবর্ষ!

নিউজ ডেস্কঃ তেজাস। ভারতের হাতে থাকা অন্যতম বিধ্বংসী যুদ্ধবিমান। ইতিমধ্যে একাধিক অপারেশান সম্পূর্ণ করেছে। ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমান যেকোনো সময় যে শত্রুপক্ষের ঘুম ওড়াতে পারে তা ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে। ভারতের কাছে বর্তমানে ১৮ টি এই যুদ্ধবিমান রয়েছে এছাড়াও ২২ টি এই যুদ্ধবিমান অর্ডার করা হয়েছে।

হ্যাল থেকে আরও ৮৩ টি তেজস মার্ক ১ এ ক্রয় করার প্রয়োজনীয় ফান্ডিং সম্পূর্ণ করা হয়েছে কিছু মাস আগে। ৩৯০০০ কোটি টাকায় ৮৩ টি তেজস মার্ক ১ এ ক্রয় করা হবে। মার্ক ১ এ ভার্সন এর ফ্লাইট টেস্টিং ২০২৩ এর মধ্যেই সম্পূর্ণ করা হবে এবং অর্ডার দেওয়ার ৩ বছরের মাথায় প্রথম যুদ্ধবিমানটি ভারতের হাতে আসবে। ১২৩ টি তেজস মার্ক ১ এ এর পর ইন্ডিয়ান এয়ারফোর্স আরো ১৭০ টি তেজস মার্ক ২ ক্রয় করবে।

Leave a Reply

Your email address will not be published.