কাশ্মীরে জঙ্গি সাপলাই দেবা তালিবানরা!
নিউজ ডেস্কঃ আফগানিস্থানে তালিবান রাজ আসার পর চিন্তা বেড়েছে পৃথিবীর বহু দেশের। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ গুলির চিন্তা বহু গুন বেড়েছে। কারন একটা সময় জঙ্গি গোষ্ঠী বলে পরিচিত এই তালিবানরা কতোটা মানুষের পাশে দাড়াতে পারবে তা নিয়ে রয়েছে প্রচুর সংশয়। আর সেই কারনে চিন্তা বেড়েছে ভারতবর্ষেরও। কারন আফগানিস্থানে প্রচুর পরিমানে বিনিয়োগ রয়েছে ভারতবর্ষের।
তবে বর্তমানে যা নিয়ে চিন্তা বাড়ছে তাহল কাশ্মীর। কারন বেশ কিছু আন্তর্জাতিক সুত্রের মতে কাশ্মীরে তালিবানরা জঙ্গি সাপলাই দিতে পারে।
গোয়েন্দা সুত্রের খবর অনুযায়ী গত এক মাসে কাশ্মীরে ২৫-৩০জঙ্গী অনুপ্রবেশ করেছে। ভারতীয় সেনার তরফ থেকে জানান হয়েছে যে আফগান তালিবান ভারতের কাশ্মীরের কোনও ক্ষতি করতে পারবে না। ভারতের অবস্থান অনেক শক্ত।
জঙ্গীদের কাশ্মীরে ঢোকাকে সাধারন ভাবে মিডিয়া আফগানিস্তানের সাথে যোগ করার চেষ্টা করছে। কিন্তু এই ধরনের ঘটনা তালিবানদের দ্বারা আফগানিস্তান দখলের আগেও ঘটেছে। এটা নতুন কোনও বিষয় নয়।