ষষ্ঠ প্রজন্মের যুদ্ধজাহাজ মোতায়েন করছে পৃথিবীর কোন দেশ?
নিউজ ডেস্কঃ একের পর এক বিধ্বংসী অস্ত্র তৈরি করেই যাচ্ছে ফ্রান্স। রাফালে নিয়ে ইতিমধ্যে সারা বিশ্ব আতঙ্কিত এর মধ্যে আবার পরবর্তী প্রজন্মের যুদ্ধজাহাজের উপর নজর দিয়েছে।
ফ্রান্স একটি পরবর্তী প্রজন্মের বিমানবাহী রণতরীর উপর কাজ করছে, যা বর্তমানে তাদের কাছে থাকা চার্লস দ্য গলের থেকেও শক্তিশালী হবে। খুব শীঘ্রই এটি সার্ভিসে আসতে চলেছে। ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন আনুষ্ঠানিক ঘোষনা করবে খুব শীঘ্রই।
চার্লস দ্য গলের ডিসপ্লেসমেন্ট ৪২০০০ টন এবং ২৬১ মিটার লম্বা। নতুন ক্যারিয়ারের ডিসপ্লেসমেন্ট হবে ৭০০০০ টন এবং ৩০০ মিটার লম্বা। শুধু এই প্রজেক্টেই ফ্রান্স ২৬১ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে প্রাথমিক ভাবে। নিউক্লিয়ার পাওয়ারড এই ক্যরিয়ারে ষষ্ঠ প্রজন্মের FCAS জেট থাকবে।