সুইসাইড ড্রোন ব্যবহার ইসরায়েলের
নিউজ ডেস্কঃ ইসরায়েলের থেকে ভারতবর্ষ কোন যুদ্ধাস্ত্র ক্রয় করার সবথেকে বেশি লাভ হল এই যে ইসরায়েল কোনোদিন পাকিস্তানকে তাদের অস্ত্র বিক্রি করবে না ঠিক তেমনভাবেই আবার পাকিস্তান কোনোদিন ইসরায়েলের থেকে তাদের অস্ত্র ক্রয় করবে না। আর এর ফলেই আঁখেরে লাভ ভারতবর্ষের। কারন ইসরায়েলের মতো দেশের কাছে কতোটা বড় ধরনের মারনাত্মক যুদ্ধাস্ত্র রয়েছে তা একাধিকবার প্রমান হয়েছে। বিশেষ করে সম্প্রতি আরও একবার তারা প্রমান করে দিয়েছে যে তাদের হাতে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম গুলি কতোটা অত্যাধুনিক।
বালাকোটে স্ট্রাইক করার পর একটা কথা খুব স্পষ্ট যে ভারতবর্ষ এখন আর চুপ করে থাকবে না, যেকোনো মুহূর্তে শত্রুদেশের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। আর সেই কারনে ইসরায়েলের থেকে একাধিক যুদ্ধাস্ত্র ক্রয় করছে ভারতবর্ষ। ইসরায়েলের থেকে ১০০টির বেশি স্কাই-স্ট্রাইকার ক্রয় করতে চলেছে। এগুলো নির্মান করবে ইসরায়েলের এলবিট সিস্টেম যদিও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে। এবং তা করা হবে ভারতের ডিফেন্স কোম্পানি আলফা ডিফেন্স। এই লয়টেরিং মিউনিশান গুলি ১০মিনিটে ২০কিমি দুরের যেকোনো টার্গেটকে ৫কেজি বিষ্ফরক দিয়ে আক্রমন করতে সক্ষম।
ভবিষ্যতে পাক অধিকৃত কাশ্মীর বা গিলগিট বালুচিস্তানে যদি আলকায়দা বা লস্কর/হিজবুলের জঙ্গিরা ভারতের বিরুদ্ধে কোনোরকম ষড়যন্ত্র করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এই লয়টেরিং মিউনিশান গুলিকে ব্যবহার করা হবে। সব থেকে ভালো ব্যাপার হল এই যে এগুলিকে শনাক্ত করা খুব চাপের। এগুলোর হিট এবং রেডার সিগনেচার বেশ কম।