ভারত

ভারতবর্ষের অ্যান্টি ড্রোন সিস্টেম

নিউজ ডেস্কঃ ড্রোন হামলা ঠেকাতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহন করা হয়েছে। কারন চীন এবং পাকিস্তানের বাড়তি হুমকি এখন মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয় আজকাল পাকিস্তানের মদতপুস্ট জঙ্গিরাও এই ড্রোন ফিয়ে হামলা চালাচ্ছে। আর সেই কারনে ইতিমধ্যে বেশ কিছু অ্যান্টি ড্রোন সিস্টেম ক্রয় করতে চলেছে ভারতের সেনাবাহিনী।

পাকিস্তানের জঙ্গি সংগঠন গুলির ড্রোন হামলা ঠেকাতে ইসরায়েলের থেকে Smash-2000 অ্যান্টি ড্রোন সিস্টেম ক্রয় করতে চলেছে ভারত। ভারতীয় নৌসেনা ইতিমধ্যে এই সিস্টেম অর্ডার করেছে। এবার ভারতের বায়ুসেনা এবং সেনাবাহিনীর জন্য ক্রয় করা হতে চলেছে। 

সবথেকে বড় ব্যাপার হল এই যে প্রতিরক্ষা দপ্তরের কাজ নিয়ে। কারন হামলা হওয়ার পরই সব কিছু ক্রয় করার কথা মাথায় আসে। তার আগে কেন তারা চিন্তাভাবনা করেনা? তাদের এই সমস্ত কারনে ভারতবর্ষকে ভবিষ্যতে বিরাট কোন সমস্যার ফেলবে না তো?

বলা বাহুল্য এই সিস্টেম গুলি AK 47 এবং  AK 203 র মতো বন্দুকের উপর ইন্সটল করা হতে চলেছে। যা এয়ার এক্টিভিটি বা হুমকির বিরুদ্ধে বিরাটভাবে কাজ করবে। ২০০ মিটারের মধ্যে এই এলেক্ট্র অপটিক সাইট সিস্টেম গুলি ড্রোনের বিরুদ্ধে বিশেষভাবে কাজ করতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published.