পুরনো ব্যাটেল ট্যাংকার গুলি কেন ক্রয় করছে ভারতবর্ষ?
নিউজ ডেস্কঃ চীনের বিরুদ্ধে একের পর এক সিদ্ধান্ত ঘোষণা করেছে ভারত। চীন বিশ্বাস করা সাপকে বিশ্বাস করা সমান বলে মত একাধিক বিশেষজ্ঞের। আর সেই কথা মাথায় রেখেই সীমান্তে রন সজ্জায় কোনও খামতি রাখছেনা ভারত।
গালওয়ান ভ্যালিতে চীনের আগ্রাসন ঠেকাতে টি ৯০ এস ভীষ্ম এবং এবং স্পাইস এল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল মোতায়েন করা হয়েছিল। মোট ৬ টি ট্যাঙ্ক গালওয়ানে মোতায়েন করা হয়। চীনের ১৫৯৭কিমি এলাকা জুড়ে ইনফ্যন্ট্রি কম্ব্যট ভেলিকেল, ১৫৫এমএম হাউৎজার আর দুই রেজিমেন্ট ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছিল। চীনের তরফে একাধিক প্রস্তাব আসলেও তা মানতে রাজি ছিলনা ভারত।
আর ভারতের রনসজ্জা নিয়ে দুটি জিনিস মাথায় রাখা উচিৎ।
বর্তমানে টি ৯০ এস ট্যাংকার অর্ডার করা হয়েছে। যা একটি পুরনো ভার্সনের ট্যাংকার। বর্তমানে টি ৯০ এম এস থাকা সত্ত্বেও এই পুরনো ভার্সনটি কেন অর্ডার করা হল? আসলে এই এই টি ৯০ এস ট্যাংকারটি এখন ভারতেই বানানো হয়। সেক্ষেত্রে এটি অনেক তাড়াতাড়ি ভারতের হাতে চলে আসবে। আর অপরদিকে এম এস ভার্সন অর্ডার করলে সেটি প্রসেস শুরু করতে অনেক দেরি হয়ে যাবে। এম এস ভার্সন টি আধুনিক করা হলেও পার্বত্য অঞ্চলে ভারতের হাতে থাকা টি ৯০ ট্যাংকারটি অনেক বেশি স্বছন্দ। এবং পার্বত্য অঞ্চলে ইঞ্জিনের ক্ষমতা থাকা একটা বড় ব্যাপার।
নতুন ট্যাংকারটি ১১৩০ এইচ পি র ইঞ্জিন দেওয়া হলেও এর ওজনের তুলনায় সক্ষমতা খুব একটা মানানসই নয় বলে মত সেনাবাহিনীর একাংশের। সেই কারনেই এই এম ৯০ ট্যাংকার, মোট ৪৬৪ টি অর্ডার করা হয়েছে।
সর্বশেষে একটা কথা হল ভারতের অঞ্চম গুলি সেভাবে উঁচু না থাকায় টি ৯০ এবং টি ৭২ ট্যাংকার সুবিধা অনেক বেশি পাওয়া যাবে। চীনের টাইপ ১৫ এর অনেক সমস্যা আছে।