আমেরিকান কোন বিমান প্রস্তুতকারক সংস্থায় প্রচুর ভারতীয়রা কাজ করছেন?
নিউজ ডেস্কঃ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর আমেরিকার সাথে ভারতবর্ষের বন্ধুত্ব যে বিরাটভাবে বেড়েছে তা আর নতুন করে কিছু বলার নেই। তার ফলে যে ভারতবর্ষের বিরাটভাবে লাভ হচ্ছে তা আর নতুন করে কিছু বলার নেই।বিশেষ করে কর্মসংস্থান তৈরি হওয়া থেকে শুরু করে ভারতবর্ষের জিডিপি।
আমেরিকার যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং এর সাথে ভারতবর্ষের যুক্ত হওয়ার ফলে বিরাটভাবে লাভবান হয়েছে দেশ। বোয়িং এর তরফ থেকে জানানো হয়েছে যে ব্যাঙ্গালোর নির্ভর ভারতীয় সংস্থা ডায়নামেটিক টেকনোলজিস F-15EX এর পার্টস তৈরি করতে চলেছে। আমেরিকান বিমানবাহিনীর জন্য অর্ডার করা F-15EX এর এরোস্ট্রাকচারের গুরুত্বপূর্ণ কিছু অংশ ভারতবর্ষের মাটিতে তৈরি করা হতে চলেছে। এই মহূর্তে ভারতের ২৭৫ টি কোম্পানি বোয়িং এর সাথে সরাসরিভাবে যুক্ত। প্রায় ৭০০০ ভারতীয় এই বোয়িং এর হয়ে কাজ করছে। ২০১৭ সালে ভারতের ১৬০ টি কোম্পানি বোয়িং এর সাথে যুক্ত ছিল, ২০২০ সালে সংখ্যাটি হয় ২০০ এবং ২০২১ এ তা ২৬% বেড়ে হয়েছে ২৭৫।