অ্যামেরিকা

চীনের উপর গোয়েন্দাগিরির জন্য কোন ক্লাসের বিমান ব্যবহার করছে আমেরিকা?

নিউজ ডেস্কঃ চীনের দাদাগিরি বা কোনও ধরনের অনৈতিক কার্যকলাপ মেনে নেওয়া হবেনা তা একাধিকবার বোঝানো হয়েছে। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে চীনের বিরুদ্ধে যে একটা বিরাট শক্তি মাথাচাড়া দিয়েছে তা ইতিমধ্যেই প্রমান হয়েছে। আমেরিকার সাথে চীনের একের পর এক এক ঝামেলা চলছে দীর্ঘদিন ধরেই। চীনের উপর গোয়েন্দাগিরি করতে এবং শিক্ষা দিতে একাধিক সামরিক মহড়া দিচ্ছে আমেরিকা।

কিছুমাস আগে চিন দাবী করেছিল যে তাদের এলাকায় সামরিক মহড়া চলাকালীন আমেরিকার একটি ইউ-২ স্পাই বিমান নজরদারি করেছিল। যা চীনের রেডার, ডাটা লিংক সহ বহু গুরূত্বপূর্ণ জিনিসের তথ্য সংগ্রহ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

চীনের সেই কথা পাত্তা না দিয়েই ২৪ঘন্টা না পোহাতেই ঘটনার আবারও পুনরাবৃত্তি করেছিল আমেরিকা। আরও শক্তিশালী স্পাই বিমান RC-135S নিয়ে তাদের নিজস্ব কার্যকলাপ চালায় আমেরিকা। বিশেষজ্ঞদের মতে এমনভাবে ডিফেন্স জ্যম করেছে যে এয়ার ডিফেন্সও কাজ করেনি। আমেরিকার বিরুদ্ধে লড়তে গেলে চীনকে আরও অনেক কাঠখড় পোহাতে হবে যে সেটাই প্রমান করল আমেরিকা। অর্থাৎ বুঝতেই পারছেন চীনের কোনোকিছু সেভাবে পাত্তা দেয়না আমেরিকা। তাদের ইচ্ছা মতো চীনের বিরুদ্ধে নিজেদের কার্যকলাপ চালাতে পারে।

Leave a Reply

Your email address will not be published.