নিউজ ডেস্কঃ রাশিয়ার কাছে শুধু যুদ্ধবিমান বা সাবমেরিনের ধ্বংসাত্মক অস্ত্রের পাশাপাশি যে হেলিকপ্টার গুলিকে বিধ্বংসী তৈরি করেছে তা বলাই বাহুল্য। আর সেই কারনে রাশিয়ার থেকে প্রচুর পরিমানে হেলিকপ্টার ক্রয় করতে দেখা যায় বাকি দেশ গুলিকে। শুধু রাশিয়া নয় তাদের হেলিকপ্টার গুলি যথেষ্ট পারদর্শিতার সাথে একাধিক দেশে তাদের ছাপ রেখেছে।
মিল মি ২৮ হাভোচ। ১৯৮২ সালে এই বিধ্বংসী হেলিকপ্টারটিকে প্রথমবার আকাশে উড়তে দেখা যায়। তবে সার্ভিসে আসে ২০০৯ সালে। ২ জন ক্রিউ নিয়ে প্রায় ২০০০ কেজি অস্ত্র বহন করতে সক্ষম। ৩২০ কিমি/ঘণ্টার গতিবেগে হেলিটি ১৮,৭০০ ফুট থেকে হামলা চালাতে সক্ষম। পাশাপাশি ৪ টি ড্রপ ট্যাঙ্ক নিয়ে ৪৪০০ কিমি পর্যন্ত উড্ডয়ন করতে সক্ষম। রাশিয়া ছাড়াও আলজেরিয়া এবং ইরাকের সেনাবাহিনীতে এই হেলিকপ্টারটি দেখা যায়।