উন্নত মানের আওাক্স টেকনোলোজি ভারতবর্ষের কাছে
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের বায়ুসেনার হাতে আওাক্সের সংখ্যা কম থাকায় এই প্রোজেক্টের কাজ করা হচ্ছে। এবং খুব শীঘ্রই বেশ কিছু উন্নত মানের এই আওাক্স আসতে চলেছে ভারতবর্ষের বায়ুসেনার হাতে। আর সেই কারনে নেত্রার কাজের জন্য দুটি টিমে ভাগ করে কাজ করা হচ্ছে।
নেত্রার দুটি টিম। একটি হল DRDO ISTAR এবং অপরটি হল এ-৩২০ এর ওপর মোতায়েন হওয়া Netra Mk-2।
Netra Mk-2 আগের থেকে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হতে চলেছে। তবে এই এ্যওয়াক্স-ভারতবর্ষের ডোম রেডারের মত অর্থাৎ ফ্যলকন এ্যওয়াক্সের মত যে রেডার প্রোজেক্টে কাজ করছে ডিআরডিও তার মত নয়। বরং নেত্রার মত একটি স্ট্যটিক রেডার।