ভারত

সার্জিক্যাল স্ট্রাইক করতে ভারতবর্ষের কাছে কোন ক্লাসের যুদ্ধবিমান রয়েছে? দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ ভারতের হাতে সদ্য রাফালে আসার পর যে ভারতের ক্ষমতা বিরাটভাবে বৃদ্ধি পেয়েছে তা বলাই বাহুল্য। কারন ফ্রান্সের রাফালের সাথে টক্কর নেওয়ার মতো ক্ষমতা এশিয়া মহাদেশে কোন বিমানেরই সেভাবে নেই। চিনের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান থাকলেও ফ্রান্সের রাফালের সাথে টক্কর দেওয়াতে যথেষ্ট পিছিয়ে রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞদের একাংশ। তবে ভারতের সাথে ফ্রান্সের সম্পর্ক শুধু এই রাফালে ক্রয় করা থেকে নয়, ফ্রান্সের দাসল্ট এভিয়েশানের সাথে ভারতবর্ষের সম্পর্ক বহু পুরনো। তাদের মিরাজ ২০০০ র মতো যুদ্ধবিমান ব্যবহার করছে ভারতবর্ষ।পাকিস্তানের উপর হামলা করতে এক বিরাট ভূমিকা পালন করেছে এই মিরাজ ২০০০। সারজিক্যাল স্ট্রাইকে ব্যবহার করা হয়েছিল এই মিরাজ যুদ্ধবিমানকে যা পাকিস্তানের ভিত নরিয়ে দিয়েছিল।

মিরাজ ২০০০। যুদ্ধবিমানটি ১৯৭৮ সালে প্রথমবার আকাশে দেখা গেলেও ১৯৮৪ সালে সার্ভিসে আসে। ফ্রান্সের বায়ুসেনা ছাড়াও আরব, তাইওয়ান এবং ভারতবর্ষের সেনাবাহিনীতে রয়েছে এই যুদ্ধবিমানটি।

১০০০০ কেজি যুদ্ধাস্ত্র নিয়ে যুদ্ধবিমানটি ২৩০০কিমি/ঘণ্টার গতিবেগে ৫৫ হাজার ফুট উচ্চতা থেকে আক্রমণ শানাতে পারে।

Leave a Reply

Your email address will not be published.