একাই একাধিক দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে আমেরিকান ঈগল। রইল ভিডিও
নিউজ ডেস্কঃ অ্যামেরিকার তৈরি বেশ কিছু এমন যুদ্ধাস্ত্র রয়েছে যা সারা পৃথিবীকে চমকে দিয়েছিল। বিশেষ করে যুদ্ধবিমান গুলি। আর তাদের এই যুদ্ধবিমান গুলি এতোটাই ভয়ংকর ছিল যে প্রচুর দেশ এই যুদ্ধবিমানটি ক্রয় করতে আগ্রহী পরে।
এফ ১৫ ঈগল। ১৯৭২ সালে প্রথম আকাশে দেখতে পাওয়া যায় এই যুদ্ধবিমানকে, ১৯৭৬ এর দিকে এটি সার্ভিসে আসে। দীর্ঘ ৪ দশক ধরে সার্ভিস দিয়ে আসছে বিভিন্ন দেশের বায়ুসেনাকে। ১০০ টির বেশি জয় পেয়েছে এই যুদ্ধবিমানটি কোনও বাঁধা ছাড়াই। আমেরিকা ছাড়াও ইসরায়েল, জাপান এবং ইংল্যান্ডের বায়ুসেনা এই যুদ্ধবিমানটি ক্রয় করেছিল। পাশাপাশি জাপান এর লাইসেন্সড ভার্শন ও তৈরি করেছে।
১০০০০ কেজি যুদ্ধাস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমানটি। ২৫০০ কিমি/ঘণ্টা গতিবেগে ৬৫০০০ ফুট থেকে হামলা চালাতে সক্ষম।