কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে লড়তে কোন ক্লাসের বন্দুক?
নিউজ ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনীর কাছে এমন কিছু যুদ্ধাস্ত্র আছে যা পাকিস্তান এবং কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে লড়তে বেশ সুবিধা দেয়। বিশেষ করে কোন স্থানে অল্প সময়ে বিরাট বড়ভাবে হামলা করতে ধংস করতে ব্যবহার করতে হয়। তেমনই এক বন্দুক বা অস্ত্র হল কার্ল গুস্তফ রিকয়েললেস গান।
আমেরিকা, ইংল্যান্ড, সহ পৃথিবীর বহু দেশ ব্যবহার করে থাকে এই বিশেষ বন্দুকটি। ভারতবর্ষের কাছে এই বন্দুক থাকলেও তা ডি আর ডি ও নিজের মতো করে মডিফাই করে নিয়েছে। বন্দুকটিতে ভারত একাধিক কম্পোজাইট ব্যবহার করে একে আরও লাইট বানিয়েছে।
কোন ছোট স্থানে জঙ্গিদের বিরুদ্ধে লড়তে এই বন্দুক বিরাটভাবে ব্যবহৃত হয়ে থাকে। বন্দুকটি ১৯৪৪ সালে সার্ভিসে এসেছিল(M1 ভার্সন)। বর্তমানে M4 ভার্সনটি পৃথিবীর বহু দেশ ব্যবহার করে থাকে। সুইডেনের সাব বোফোর্স ডায়নামিক এই বন্দুকটি তৈরি করে থাকে।
বন্দুকটি চালাতে ২ জনকে লাগলেও একজন এই বন্দুক একজনকে দিয়েও অইপারেট করা যেতে পারে। এটি ৮৪ MM ক্যালিবার ব্যবহার করে থাকে পাশাপাশি লেসার গাইডেড আমুনেশান ব্যবহার করে ২০০০ মিটার পর্যন্ত হামলা চালানো যেতে পারে। ৬ রাউন্ড হাই এক্সপ্লসিভ ব্যবহার করে যেতে পারে প্রিতি মিনিটে।
বন্দুকটির ব্যবহার খুব কম সময় করা হলেও প্রচুর যুদ্ধে ব্যবহার করা হয়েছে যেমন কার্গিল, যুদ্ধ, ফকল্যান্ডের যুদ্ধ, আফগানিস্থানের যুদ্ধ, সিরিয়া সিভিল ওয়ার, লেবানন এবং ইরাকের মতো প্রচুর যুদ্ধে ব্যবহার করা হয়েছে এই বিশেষ বন্দুকটি।