৬ দশক আগে যুদ্ধবিমান পরীক্ষা করতে ব্যর্থ হতেন ইঞ্জিনিয়াররা? দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ সারা পৃথিবীতে এমন কোনও দেশ খুঁজে পাওয়া যাবেনা যারা বিমান ব্যবহার করেনি। অর্থাৎ এখন পৃথিবীর সকল দেশের হাতেই বিমান রয়েছে। পাশাপাশি প্রচুর দেশের কাছে যুদ্ধবিমান রয়েছে যা অত্যাধুনিক টেকনোলোজির। ১৯৬০ এর দিকে প্রথম যুদ্ধবিমান তৈরির কথা সামনে নিয়ে আসে আমেরিকা। যদিও আমেরিকা ছাড়াও ফ্রান্স, জার্মানির মতো দেশ এই বিমান তৈরির ব্যাপার সামনে নিয়ে আসার ব্যাপারে বিতর্ক রয়েছে। তবে প্রথমবার বিমান সার্ভিসে নিয়ে আসা এতোটা সহজ ছিলনা। প্রচুরবার ব্যর্থ হওয়ার পরই এই টেকনোলোজি সামনে আসে। পাশাপাশি হেলিকপ্টারও, তবে সেইসময় তারা কি ধরনের টেকনোলোজি ব্যবহার করত? বা কিভাবে উড্ডয়ন করা হত?