ভারত

স্বপ্নের মত টেকনোলোজি আসতে চলেছে ভারতবর্ষে

নিউজ ডেস্কঃ আগামি বেশ কিছু বছরের মধ্যে ভারতের সেনাবাহিনী চীন এবং পাকিস্তানের মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়াবে। তা কিছুটা হলেও স্পষ্ট হয়ে গেছে। আর সেই কারনে ইতিমধ্যে চীন এবং পাকিস্তান বেশ কিছু প্রস্তুতি নিতেও শুরু করেছে। বিশেষ করে সেনাবাহিনী হাতে রাফালে পাওয়ার পর তাদের টনক নড়েছে। তবে ২০২১ থেকে ২০৩০ পর্যন্ত সেনাবাহিনীর কাছে স্বপ্নের মতো হতে চলেছে। কারিন এই এই দশকে বায়ুসেনার হাতে প্রচুর পরিমাণে যুদ্ধাস্ত্র থেকে শুরু করে যুদ্ধবিমান হাতে পেতে চলেছে। আর বিরাট একটা অংশ হবে দেশীয় টেকনোলোজিতে তৈরি।

এডিএ এর চিফ গিরিশ দেওধারের যা যা জানিয়েছেন তাহল নিম্নরূপ

আমকার প্রথম রোল আউট ২০২৪সালে।

টুইন ইঞ্জিন ডেক বেসড ফাইটারের প্রথম রোল আউট ২০২৫সালে।

তেজস মার্ক-২ এর ইন্ডাক্সান ২০২৬।

আমকার ইন্ডাক্সান ২০৩০-৩১সালে

টুইন ইঞ্জিন ডেক বেসড ফাইটারের ইন্ডাক্সান ২০৩১সালে।

অর্থাৎ বুঝতেই পারছেন না এই দশক সেনাবাহিনীর কাছে কতোটা গুরুত্বপূর্ণ। আর সেই কারনে বিশেষভাবে নজর রাখা হচ্ছে বায়ুসেনার প্রতিটা কাজের উপর।

Leave a Reply

Your email address will not be published.