রাফালে আসার আগেই ভয়ংকর এই অস্ত্র আসল ভারতে
নিউজ ডেস্কঃ ভারত-চীন সংঘর্ষের মধ্যে একাধিক সিদ্ধান্ত হতে পারে তা অনেকেরই জানা। এবং এর মধ্যে যে একাধিক যুদ্ধবিমান থেকে শুরু করে একাধিক যুদ্ধাস্ত্র ক্রয় করতে পারে তা একাধিক সমীক্ষায় উঠে এসেছিল।
জুলাই মাসের মধ্যে ৬ টি রাফালে আসার কথা। তবে তার আগেই তার ওয়েপনস প্যকেজ ভারতে আসবে।
যদি পৃথিবীর শ্রেষ্ঠ বিভিআর এর কথা বলা হয়, তাহলে একটাই নাম মাথায় আসবে তাহল মিটিওর। MBDA এর তৈরি এই মিসাইল রাফায়েল এর সাথে ভারতে আসবে।
ফ্রান্স জরুরী ভিত্তিতে অতিরিক্ত রাফায়েল ভারতে পাঠাচ্ছে। সবচেয়ে বড় ব্যপার হল ফ্রান্স তাদের এয়ারফোর্স থেকে কিছু মিটিওর ভারতের জন্য পাঠাচ্ছে জরুরী ভিত্তিতে।