অ্যামেরিকা

ফের যুদ্ধবিমান ধ্বংস

নিউজ ডেস্কঃ ফের বিমান ধ্বংস হল আমেরিকার। এই নিয়ে মাত্র ২ মাসের মধ্যে ৫ বার বিমান দুর্ঘটনা হল আমেরিকার। নিউ মেক্সিকো স্টেটের হলোম্যন এয়ারফোর্স বেসে ল্যান্ড করার সময় আমেরিকার একটি F-16C ভাইপার যুদ্ধবিমান ক্রাশ করে। বিমান চালকের সেভাবে কোনও ক্ষতি হয়নি।  এবছর এই নিয়ে ৬ টা আমেরিকান যুদ্ধবিমান ধ্বংস হল।

আমেরিকার মত দেশের কাছে এটি একটি রেকর্ড ও বটে। টেকনোলজি যত উন্নতই হোক সেটা যে মেশিন তা প্রমানিত।

Leave a Reply

Your email address will not be published.