শীত পড়তেই অসুস্থ হতে শুরু করেছে চীনের সেনারা। হেলিকপ্টার, স্ট্রেচার দেখা যাচ্ছে সীমান্তে
নিউজ ডেস্কঃ জোর করে দখল করে নেওয়া চীনের কাজ। আর এই কাজ তারা কয়েক দশক ধরে করে আসছে। তবে বেশ কিছু স্থান তারা দখল করে নিলেও সেখানকার জলবায়ুর সাথে চীনের সেনারা এখনও মানিয়ে নিতে পারেনি। আর সেই কারনে মাঝে মধ্যেই বিরাট অসুবিধার সম্মুখীন হতে হয়।
দীর্ঘদিন তিব্বতের মত জায়গা চীনের দখলে থাকা সত্বেও এই এলাকার তীব্র ঠান্ডায় ঝামেলায় পড়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি(Pla)। PLA এর কমান্ডার, যার হাই অল্টিটিউড এবং তীব্র ঠান্ডার তেমন অভিজ্ঞতা নেই, লোকাল গার্মেন্টস কোম্পানি কে চাইনিজ সেনার ঠান্ডার ড্রেস তৈরি করতে বলেছে বল সূত্রের খবর।
বর্তমানে চাইনিজ সেনার কাছে যে পোষাক আছে তা ৯০০০ ফুট উচ্চতার জন্য ঠিক আছে কিন্তু ১২০০০+ ফুট উচ্চতায় বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পোষাক তাদের হাতে খুব কমই আছে। বিশেষ করে লাদাখের মত জায়গায় মাইনাস ২০ ডিগ্রি উষ্ণতায় মানিয়ে নেওয়া সত্যিই ব্যাপক চ্যালেঞ্জের। রিপোর্ট অনুযায়ী প্রতিদিন চাইনিজ হেলিকপ্টার ও স্ট্রেচার দেখা যাচ্ছে এখানে। প্রতিদিন গড়ে ১ জন করে চাইনিজ সেনা অসুস্থ হয়ে পড়ছে বলে আন্তর্জাতিক এক সূত্রের খবর।