আন্দামানে একাধিক দেশকে সাথে নিয়ে এক্সারসাইজ শুরু করল সেনাবাহিনী
নিউজ ডেস্কঃ চীনের উপর চাপ রাখতে এশিয়ার বেশ কয়েকটি দেশের সাথে ভারত ভালো সম্পর্ক করবে তা অনেক আগেই একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানিয়েছিলেন। আর ঠিক সেই কারনে বেশ কিছু দেশের সাথে যৌথ মিলিটারি এক্সারসাইজ করতে পারে।
মালাবার এক্সারসাইজের পর আরো একটি গুরুত্বপূর্ণ নেভাল এক্সারসাইজে অংশ নিয়েছে ভারতের নৌবাহিনী। আন্দামান সাগরে ভারত, থাইল্যান্ড ও সিংগাপুর নেভির মধ্যে শুরু হয়েছে দ্বিতীয় এডিশনের ত্রিদেশীয় নেভাল এক্সারসাইজ “SITMEX-20”
যে যে যুদ্ধ জাহাজ এতে অংশ নিয়েছে:—-
ভারতীয় নৌসেনার ASW করভেট কামোরতা ও মিসাইল করভেট কারমুক।
রয়েল সিংগাপুর নেভির ফরমিডেবল ক্লাস ফ্রিগেট “ইন্ট্রিপিড” ও এন্ডুটান্স ক্লাস ল্যান্ডিং শিপ এন্ডোভার।
রয়েল থাইল্যান্ড নেভির চাও ফারায়া ক্লাস ফ্রিগেট “কেরাবুরি