চীন

প্রচুর দেশকে ঠকিয়ে হেলিকপ্টার সার্ভিসে চীনের

নিউজ ডেস্কঃ চীনের যুদ্ধাস্ত্র গুলি অনেকটা খেলনার মতো বা দেশের মতো যেকোনো সময় ভেঙ্গে পরতে পারে তা একাধিকবার প্রমান পাওয়া গেছে। এবং চীন নিজেই তা প্রমান করেছে একাধিকবার। স্যাটেলাইটের পর হেলিকপ্টার ক্রাশ করে কিছু মাস আগে।

উত্তরাখন্ডের কাছে চীনের পিপলস লিবারেশন আর্মির একটি Z-9 হেলিকপ্টার ভেঙ্গে পড়েছিল কিছু মাস আগে। হেলিকপ্টারে থাকা সবাই মারা গেলেও চীন কোনও মন্তব্য করেনি সেইসময়।

তবে এই হেলিকপ্টারটি শুধু চীন নয়, চীনের পাশাপাশি বলিভিয়া, পাকিস্তান, ঘানা কেনিয়ার মতো ১৩ টি দেশ ব্যবহার করে। ২০২০ তে চীনের ৩ এর অধিক হেলিকপ্টার এবং একাধিক স্যাটেলাইট ধ্বংস হয়েছে, যা চীন এখনও অফিশিয়ালি স্বীকার করতে চাইছে না।

এর সর্বচ্চ গতি ৩০৫ কিমি/ঘণ্টা। ফেরি রেঞ্জ ১০০০ কিমি।

২০২১ এ এখনও নতুন কোন কিছু খবর পাওয়া যায়নি। তবে চীনের জিনিস ধ্বংস হওয়া নতুন কিছু নয়। কিন্তু বড় ব্যাপার হল এই যে তারা সবকিছু চেপে যায়, তাদের কিছু ধ্বংস হলে তারা স্বীকার করতে চায়না।

Leave a Reply

Your email address will not be published.