৬৭ হাজার কোটি টাকার যুদ্ধাস্ত্র। আফগানিস্থানে তালিবানদের হাতে কি ধরনের যুদ্ধাস্ত্র ছেড়ে গেছে?
নিউজ ডেস্কঃ তালিবানদের বাড়বাড়ন্তের পছনে যে আমেরিকা রয়েছে তা আর নতুন করে কিছু বলার নেই। কারন ইতিমধ্যে তা কিছুটা হলেও প্রমানিত। আসলে আমেরিকা তালিবানদের দিয়ে আই এস দের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইছে বলেই এমন সিদ্ধান্ত তাদের এমনটাই মত সামরিক বিশেষজ্ঞদের একাংশের। আর সেই কারনে আফগানিস্থানে তালিবানদের জন্য যা সামরিক অস্ত্র রেখে গেছে আমেরিকা তা প্রচুর দেশের চিন্তার কারন।
আফগানিস্তানে জন্য আমেরিকা প্রায় ৮০ বিলিয়ন ডলারের (৬৭ হাজার কোটি টাকা) বেশি যুদ্ধাস্ত্র রেখে গেছে
১) ৬ লাখের বেশী বন্দুক, বডি আর্মর।
২) ৫০,০০০ ট্যাকটিক্যাল ভ্যেইকল
৩) ২০,০০০ হামভি
৪) ১০০০+ মাইন রেসিস্ট্যান্ট ভ্যেইকল
৫) ১০০০+ আর্মড পারসোনাল ভ্যেইকল
৬) ২০০+ যুদ্ধবিমান, ব্ল্যাকহক হেলিকপ্টার সহ।
আর এই কারনে আন্তর্জাতিক স্তরে মুখ পুড়েছে আমেরিকার। তবে তাদের রেখে দেওয়া অস্ত্র গুলি কোনও কাজে আর তালিবান ব্যবহার করতে পারবেনা বলে জানিয়েছে আমেরিকা এবং তালিবান প্রশাসন। কিন্তু একথা কতোটা সত্যি? তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়ে গেছে।