ঝাঁ চকচকে বিল্ডিং উপহার দিয়ে তথ্য চুরি চীনের
নিউজ ডেস্কঃ চীন যে নিজের ফায়দা ছাড়া এক পা বাড়াতেও রাজি নয় তা কমবেশি সকলেরই কাছে জানা। তবে অসুবিধা হচ্ছে তারা অল্প দামে জিনিস বিক্রি করে বলে অনেকেই ফায়দা তুলতে চায় অর্থাৎ কম দামে জিনিস ক্রয় করার পর ভাবে যে বিরাট লাভ করে ফেলেছে। তবে আদৌ যে তা নয় তাও আসতে আসতে স্পষ্ট হচ্ছে। কিন্তু সমস্যা অন্য জায়গায় তাহল চীন যদি কিছু দান করে বা উপহার দেয় সেই জিনিসও নেওয়া যে কতোটা ক্ষতিকর তা সকলের সামনে আসল।
