পৃথিবী

মাঝ আকাশে যুদ্ধবিমানের বদলে থাকতে চলেছে যুদ্ধজাহাজ। দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ ভবিষ্যতের যুদ্ধের পটভূমি যে বিরাটভাবে বদলাতে চলেছে তা বলাই বাহুল্য। কারন ইতিমধ্যে বেশ কিছু টেকনোলোজি এসেছে যা দেখে একটা কথা স্পষ্ট যে আকাশ এবং জল পথের যুদ্ধ বিরাট ভয়ঙ্কর রূপ নেবে। আর সেই কারনে ইতিমধ্যে প্রচুর অর্থ খরচ করছে পৃথিবীর এগিয়ে থাকা দেশ গুলি। বিশেষ করে আগামি দিনের যুদ্ধে UAV বেশি পরিমাণে ব্যবহার তা কমবেশি স্পষ্ট। কিন্তু কখনও ভেবে দেখেছেন যে বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার দেখে যেতে চলেছে আকাশ পথে? 

হ্যাঁ ঠিকই শুনছেন। এমনই প্ল্যান করেছিল আমেরিকা বহু বছর আগে। অনেকে ভাবছেন যে মার্বেলের ছবিতে দেখান টেকনোলোজি অবাস্তবিক। বাস্তবে এমনটা ঘটলে অবাক হওয়ার কিন্তু কিছুই থাকবেনা। কারন ১৯৪০ এর দশকেই এইরকম টেকনোলোজি নিয়ে চলে এসেছিল আমেরিকা। যা কমবেশি অনেকরই অজানা। এই এয়ারশিপ গুলি বাকিদের থেকে ২ গুন গতিতে চলতে সক্ষম ছিল। অর্থাৎ যেকোনো মুহূর্তে এই টেকনোলজি আবার সামনে আসবে। সেইসময় প্রচুর অসুবিধা থাকার কারনে আর সার্ভিসে আনা হয়নি এই টেকনোলোজি। এই একটি এয়ারশিপের মধ্যে নিশ্চিন্তে বহু যুদ্ধবিমান রাখা যাবে।

Leave a Reply

Your email address will not be published.