কোন হেলিকপ্টার নিয়ে লাদাখে ‘কমবেট পেট্রোল’ করবে বায়ুসেনা?
নিউজ ডেস্কঃ লাইট কমব্যাট হেলিকপ্টার অর্থাৎ LCH দীর্ঘ ১০ বছর ধরে পরে আছে, অর্থাৎ ২০১০ সালে ফ্লাইট টেস্ট কমপ্লিট হলেও কিছুমাস আগে অর্ডার কর হয়েছে। এল সি এইচকে লাদাখে পাঠানো হয়েছিল। মোট দুটি হেলিকপ্টার পাঠানো হয়। বেশ কিছুদিন ধরে এই হেলিকপ্টার দুটি অপারেশানালেও ছিল। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গুলিতে এটি হেলিকপ্টার দুটি পেট্রোলিং করে আসছে। কমব্যাট পেট্রলিং এর সময় এগুলিতে রকেট পড ও মেইন গান অ্যাক্টিভ ছিল।
আনুষ্ঠানিক ভাবে ১৭৫ টি LCH কে অর্ডার করেছে সেনা LCH কে HAL থেকে নিয়ে লাদাখে ‘কমবেট পেট্রোল’ করেছে। সবথেকে বড় ব্যাপার হল এই যে এইগুলি পেট্রলিং র সময় প্রয়োজনে আক্রমণ ও করতে পারে বায়ুসেনা। অথচ আশ্চর্যজনক ব্যাপার হল এই যে দীর্ঘ ১০ বছর ধরে LCH অর্ডার করে নি। বায়ুসেনা সম্প্রতি HAL এর সাথে LCH এর চুক্তি প্রকৃয়া সম্পূর্ণ করেছে। আর্মি ও এয়ারফোর্স এর জন্য মোট ১৭৫+ LCH ক্রয় করা হচ্ছে।