রাশিয়ার কোন ক্লাসের ট্যাংকার তৈরি করছে ভারতবর্ষ?
নিউজ ডেস্কঃ একের পর এক দেশীয় অস্ত্রের চাহিদা এবং সংখ্যা বাড়ছে সেনাবাহিনীর। শুধুতাই নয় পাশাপাশি বিদেশের অস্ত্র গুলি দেশের মাটিতেই তৈরি হচ্ছে ফুল ট্র্যান্সফার নীতিতে। আর সেই কারনে দেশের একাধিক টেকনোলোজি উন্নয়নের পাশাপাশি ভারতের তৈরি অস্ত্র চাহিদা বাড়ছে বিদেশেও।
OFB র থেকে ১৫৬ টি BMP-2/2K ট্যাঙ্কার ক্রয় করছে ভারতীয় সেনা। মোট ১০৯৪ কোটি টাকা খরচ করা হচ্ছে। রাশিয়ার থেকে লাইসেন্স প্রাপ্ত তেলেঙ্গানাতে তৈরি হচ্ছে এই ট্যাঙ্ক। বেশ কিছু ট্যাঙ্ক ইতিমধ্যে সেনাবাহিনীর হাতে এসেছে। ২০২১ র মধ্যেই সমস্ত ট্যাঙ্ক চলে আসবে ভারতীয় সেনাবাহিনীর হাতে। এই ট্যাঙ্ক জলে এবং স্থলে উভয় জায়গাতেই সমান পারদর্শিতার আক্রমণ করতে সক্ষম। মোট আট জন সসস্ত্র সেনা নিয়ে চলতে সক্ষম।
285 হর্স পাওয়ারের এই ট্যাঙ্কের অপারেশানাল রেঞ্জ ৬০০ কিলোমিটার, এবং ৬৫ কিমি/ঘণ্টা গতিতে চলতে সক্ষম। জলে এর গতি ৭ কিমি/ঘণ্টা।