ভারত

চীনকে আটকাতে কি প্ল্যান আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার?

নিউজ ডেস্ক   – কোয়াড হল এমন একটি  জিওট্রপিক্যাল  পাওয়ার ব্যালেন্স যেটি   চীনের ক্রমবর্ধমান পরিস্থিতিকে শান্তভাবে নিয়ন্ত্রণ করতে বদ্ধপরিকর।  পাশাপাশি কোয়াডের শক্তি হচ্ছে গোটা দেশকে কেন্দ্র করে । সেই কারণেই  আমেরিকাকে কোয়াডের মাসল, ভারতকে হার্ট, জাপানকে ব্রেন এবং অবশেষে অস্ট্রেলিয়াকে কোয়াডের পুষ্টি বলা হয়। যদিও এই  কোয়াডের কিছু উল্লেখযোগ্য পয়েন্ট রয়েছে।  সেগুলি হল যথারীতি  —-

১)  চীনের মেরিটাইম স্ট্রাটেজির একটা গুরুত্বপূর্ণ পাট ওবিওআর যেটি চীনের ন্যাভাল ও কমার্শিয়াল প্রেজেন্স যা যুগ্মভাবে সফল করতে উদ্যত। 

২)   শান্তভাবে চীন একচ্ছত্র অধিকার জমাতে পারলে সাউথ চায়না সি চীনের পক্ষে দ্বন্দ্বহীন হয়ে উঠবে।  

৩)  কোয়াডের  কারণে চীনের মধ্যপ্রাচ্য থেকে  এনার্জি সাপ্লাই হবে যেটি চীনের যে কোন  মিলিটারি অ্যাকশনের পক্ষে সুবিধাজনক।  

৪)  এই জিওটপিক্যালের কারণে ভারতের প্যাসিফিকের ন্যাভাল গতিবিধি চীন সহজেই বুঝে নিতে পারে।  

৫) আফ্রিকান সীমান্তের মধ্যে চীনের ক্রমবর্ধমান আধিপত্য সহজে আটকানো সম্ভব।  

৬) জাপান সহ চীন বিরোধী দেশগুলোর ওপর সহজেই চীন চাপ প্রয়োগ করতে পারবে। 

Leave a Reply

Your email address will not be published.